• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪২৯

সারা দেশ

শান্তিগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুড়ে ছাই ৯ বসতঘর

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০২ আগস্ট ২০২৩

জাহাঙ্গীর আলম ভুঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি: 
সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার রান্না ঘরের গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণে ৯টি বসত ঘর পুড়ে ছাঁই হয়ে যায়।
মঙ্গলবার (১ আগস্ট ) রাত ৯ টায় দরগাপাশা ইউনিয়নের আক্তাপাড়া গ্রামে আক্তাপাড়া গ্রামের নুরুল ইসলামের বাড়িতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটনাটি ঘটে।
পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ঘরে থাকা নগদ টাকা, বাড়ির দলিল, গুরুত্বপূর্ণ কাগজপত্র ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে আনুমানিক ২০ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্থরা।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়,মঙ্গলবার রাতে রান্না শেষে গল্প করছিলেন নুরুল ইসলামের স্ত্রী৷ হঠাৎ করেই বিকট শব্দ শুনে রান্না ঘরে গিয়ে ভয়াবহ আগুন দেখতে পান৷ পরে তিনি চিৎকার শুরু করলে এলাকাবাসী এগিয়ে আসেন৷ তবে মহুর্তের মধ্যেই চারিদিকে ছড়িয়ে পড়ায় একেএকে ৯টি ঘর ভস্মীভূত হয়ে যায়। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্থরা বলেন,আমদের সব শেষ। আমরা এখন পথের বিকারী। চোখের পলকেই সবকিছু শেষ হয়ে গেলো। এখন মাথাগোঁজার ঠাই নাই। আমরা সরকারি সহযোগীতা চাই।
ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ জিসান রহমান নাবিক বলেন,অগ্নিকাণ্ডের খবর পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। তবে এর আগেই আগুনে ৯টি বসতঘরে পুড়ে ছাই হয়ে যায়৷ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণেই এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে।
অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন।
শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান জানান,আমরা খবর পেয়েই ছুটে এসেছি। স্থানীয় ইউপি সদস্যকে ক্ষতিগ্রস্তদের তালিকা দেয়ার কথা বলা হয়েছে। দ্রুত তাদের সহায়তা দেয়া হবে৷

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads